শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ০৯:০০:১৭

ভারতের বিরুদ্ধে কোনও প্রকার যুদ্ধে পেরে উঠবে না পাকিস্তান : রাজনাথ

ভারতের বিরুদ্ধে কোনও প্রকার যুদ্ধে পেরে উঠবে না পাকিস্তান : রাজনাথ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিরুদ্ধে পুরাদস্তুর কিংবা সীমিত যু'দ্ধে পেরে উঠবে না পাকিস্তান। এমনকি ছায়া যু'দ্ধের সক্ষমতাও নেই ইসলামাবাদের। শুক্রবার ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এমন দাবি করেছেন। 

কারগির যু'দ্ধের দুই দশক পুর্তিতে ভারতের লোকসভায় বক্তব্য দেয়ার সময় রাজনাথ বলেন, আমরা আমাদের সেনাদের সাহস ও ত্যাগের কথা কখনো ভুলে যাবো না।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও উপস্থিত ছিলেন। ১৯৯৯ সালে কারগিলে নি'হত সেনাদের স্মরণে শ্রদ্ধা নিবেদেন করেন লোকসভার স্পিকার ওম বিরলা।

লোকসভার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, কারগিল যু'দ্ধ নিয়ে এখানে আলোচনা করা দরকার।

এদিকে ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত হুশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারতের সঙ্গে প্রতিবেশী পাকিস্তান যুদ্ধে লাগতে আসে, তবে তাদের পরাজিত হতে হবে। কাজেই তারা যেন ফের কোনো ভুল রোমাঞ্চে জড়াতে না আসে।

পাকিস্তানকে পরামর্শ দিয়ে তিনি বলেন, দেশটি যাতে নতুন কোনো যু'দ্ধ লাগতে না আসে। আগামীতে এমন কোনো লড়াইয়ে আসলে ভয়াবহ পরাজয় অপেক্ষা করছে তাদের জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে