শুক্রবার, ২৬ জুলাই, ২০১৯, ০৯:৩২:৩৯

শিগগিরই পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প: ইমরান খানকে কথা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

শিগগিরই পাকিস্তান সফরে আসছেন ট্রাম্প: ইমরান খানকে কথা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই পাকিস্তান সফরে যাবেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, তার ওয়াশিংটন সফর ব্যাপকভাবে সফল হয়েছে।

বৃহস্পতিবার পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভায় বক্তব্য দেয়ার সময় তিনি এমন তথ্য দেন। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এ তথ্য জানা গেছে। আগামীতে পাকিস্তান-যুক্তরাষ্ট্র সম্পর্ক খুবই চমৎকার হবে বলে তিনি জানান।

ইমরান খান বলেন, ওয়াশিংটনের সঙ্গে সমান শর্তে পাকিস্তান নিজেকে উপস্থাপন করতে পারবে। এছাড়া কাশ্মীর ইস্যু নিয়ে সম্পূর্ণভাবে আলোকপাত করা হয়েছে। 

এর আগে পাক প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরে ডোনাল্ড ট্রাম্প ভারত-পাকিস্তানের মধ্যকার কয়েক দশক ধরে চলা কাশ্মীর সংকটের মধ্যস্থতার প্রস্তাব দেন। কাজেই এই ইস্যুটির দ্বিপক্ষীয় সমাধানে দীর্ঘদিনের মার্কিন নীতিতে একটা পরিবর্তনের আভাস পাওয়া গেছে।

হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, যদি সহায়তা করতে পারি, তবে একজন মধ্যস্থতাকারী হতে আমি আগ্রহী। তবে কাশ্মীর ইস্যুতে মার্কিন মধ্যস্থতা পাকিস্তান চাইলেও সরাসরি প্রত্যাখ্যান করেছে নয়াদিল্লি।

আন্তর্জাতিক কঠিন বিতর্কগুলোতে হস্তক্ষেপে ট্রাম্পের এটাই প্রথম প্রস্তাব না। এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জোরপূর্বক শ্রম নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার দীর্ঘ বিতর্ক সমাধানেও সহায়তার প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে