আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনার জন্য তুরস্ককে দোষারোপ করা হয়নি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন আঙ্কারার কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি না করলে, বোয়িং কেনার জন্য তুরস্ক অন্য পথে হাঁটবে বলে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের গরম হুমকির পর এমন নরম মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
শুক্রবার (২৬ জুলাই) রাজধানী অঙ্কারায় নিজ দল জাস্টিন এন্ড ডেভেলপমেন্ট পার্টি'র সম্মেলনে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। কথা বলেন সাম্প্রতিক সময়ে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনাসহ বিভিন্ন ইস্যুতে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, 'তুর্কি প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই তুরস্ক ইস্যুতে সুর কিছুটা নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলে, তুরস্কের পরিস্থিতির বিষয়ে সার্বক্ষণিক নজর রাখছে তার প্রশাসন।'
যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'তুরস্ক একশ' বিশটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের কেনার জন্য আমাদের সঙ্গে চুক্তি করেছে। বিলিয়ন, বিলিয়ন ডলারের চুক্তি। ইতোমধ্যে তারা কিছু অর্থও পরিশোধ করেছে। তুরস্ক রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড কিনতে পেরেছে কেবলমাত্র ওবামা প্রশাসনের ভুলের কারণে। এজন্য আমি কখনোই তুরস্ককে দোষারোপ করিনি।'
যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্রের কাছ থেকে তুরস্কের দশটি বোয়িং কেনার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, তুরস্কের কাছে যুক্তরাষ্ট্র বোয়িং বিক্রি করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ওয়াশিংটন।