শনিবার, ২৭ জুলাই, ২০১৯, ০৬:৪৬:০১

ভারতীয় সেনাপ্রধানের যুদ্ধের রণহুঙ্কার, উল্টোকথা প্রতিরক্ষামন্ত্রীর

ভারতীয় সেনাপ্রধানের যুদ্ধের রণহুঙ্কার, উল্টোকথা প্রতিরক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ না চাইলেও যেকোনো পরিস্থিতির জন্য ভারত প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। অন্যদিকে, ভারতীয় সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতের যুদ্ধের রণহুঙ্কার।

ভারতীয় সংবাদ মাধ্যম 'ইন্ডিয়া টুডে'কে দেয়া সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, পাকিস্তান চাইলে সন্ত্রাসবাদ দমনে তার দেশ সহায়তা করবে। ইসলামাবাদ চাইলে পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাস নির্মূলে নয়াদিল্লি যেকোনো সহযোগিতার জন্য প্রস্তুত।

এদিকে, কারগিলের মতো ভুল অভিযানে নামলে আগামীতে পাকিস্তানকে আরো ভয়ঙ্কর পরিণতি ভোগ করতে হবে বলে দেশটিকে সতর্ক করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।

নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার কারগিল যুদ্ধের ২০তম বিজয় বার্ষিকী পালন করে ভারত। এদিন কাশ্মীরের কারগিলে নিহতদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান দেশটির রাষ্ট্রপতি রাম নাথ কবিন্দ।

শ্রদ্ধা জানান ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াতও। পরে সেনাসদস্যদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে পাকিস্তানকে সতর্ক করে তিনি বলেন, আগামীতে কারগিলের মতো ভুল অভিযানে নামলে পাকিস্তানকে আরও ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়তে হবে।

কারগিল যুদ্ধের সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করে জেনারেল বিপিন বলেন, পাকিস্তান যত উঁচু পাহাড়ই দখল করুক না কেন, কার্গিলের মতো আবার ভারতীয় সেনাবাহিনী তা পুনর্দখল করবে।

ভারতীয় সেনাবাহিনী প্রধান বলেন, 'এমন ভুল আর করবেন না। আগামীতে এমন হলে আরও ভয়ঙ্কর পরিণতি হবে। পাকিস্তানের বরং নিজেদের এলাকা নিয়ে সতর্ক থাকা উচিত। কারণ ভারত চাইলেই পাকিস্তানের ভূমি দখল করে নিতে পারে। কারগিলে পাকিস্তানকে পিছনের পায়ে ঠেলে দিয়েছে। আগামী দিনেও তাই করে যাবে।'

সেনাপ্রধান যুদ্ধের হুঙ্কার দিলেও ভারত কোনো যুদ্ধে জড়াতে চায় না বলে মন্তব্য করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে-কে দেয়া সাক্ষাৎকারে রাজনাথ বলেন, কারগিল যুদ্ধের পর ভারতীয় নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বহুগুণ বেড়েছে। যেকোনো পরিস্থিতির জন্য তার দেশ প্রস্তুত বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে