শনিবার, ২৭ জুলাই, ২০১৯, ০৭:৩৮:০৬

চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান!

চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক : ২০২২ সালে প্রথমবারের মতো চাঁদে মানুষ পাঠানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এর সব প্রক্রিয়া শেষ হবে বলে জানান দেশটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়কমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

'ডন' নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চাঁদে মানুষ পাঠানোর জন্য এরইমধ্যে পাকিস্তানের বিমানবাহিনী গবেষণা থেকে শুরু করে সব ধরনের কাজ শুরু করেছে। 

৫০ জন পাইলটকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, এর মধ্য থেকে ২৫ জনকে বাছাই করে পরবর্তীতে ১০ জনকে চূড়ান্ত বাছাই করে চন্দ্রাভিযানে পাঠানো হবে।

এ বিষয়ে চীনের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান ফাওয়াদ চৌধুরী। চীনের কাছ থেকে কারিগরি সহযোগিতা নেয়া হলেও নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থাপনায় চাঁদে লোক পাঠাবে পাকিস্তান।

গেল সপ্তাহে চন্দ্রযান-দুই নামের একটি রকেট পাঠায় ভারত। দেশটির সফল চন্দ্রাভিযানের পরই এমন ঘোষণা দিল পাকিস্তান। ধারণা করা হচ্ছে, ভারতের চন্দ্রাভিযানে ঈর্ষান্বিত হয়েই এমন উদ্যোগ নিতে শুরু করেছে ইসলামাবাদ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে