আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বলেছেন, গরু আমাদের অক্সিজেন দেয় বলেই তাকে মাতা বলা হয়। হার্ট ও কিডনিসহ সারা শরীরের জন্যই গোবর ও গোমূত্র খুবই উপকারী। গরুর পাশে থাকলে টিবি রোগ ভালো হয়ে যায়। আমাদের বিজ্ঞানীরাও এখন এই প্রশংসাপত্র দিয়েছেন।
সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে ত্রিবেন্দ্রকে এই কথাগুলো বলতে শোনা যায়। এদিকে কয়েকদিন আগেও দেরাদুনের একটি অনুষ্ঠানে তিনি বলেন, শ্বাসকষ্টের সমস্যাও সারিয়ে দিতে পারে গরু।
এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এই শৈলরাজ্যে এটাই মানুষের বিশ্বাস। আর মানুষের বিশ্বাসের কথাই তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। কোনো মুমূর্ষু রোগী গরুর কাছাকাছি থাকলে তার দ্রুত আরোগ্য হবে।
তিনি আরো বলেন, গবেষণায় উঠে এসেছে যে গোমূত্রের উপকারিতা অপরিসীম। পাহাড়ের কোলে থাকা মানুষেরা বিশ্বাস করেন, গরু অক্সিজেন ত্যাগ করে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিশেষজ্ঞ জানিয়েছেন, গরু মিথেন ত্যাগ করে, যা ওজোন স্তরের জন্য মোটেই ভালো নয়। আর টিবি নিরাময়ের জন্য ছাগলের দুধ খাওয়া ভালো। সূত্র: এই সময়