রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ০১:৪৯:২৮

মুসলিম নি'র্যাতন বন্ধে মোদিকে চিঠি লেখায় ৪৯ বুদ্ধিজীবীর নামে মামলা!

মুসলিম নি'র্যাতন বন্ধে মোদিকে চিঠি লেখায় ৪৯ বুদ্ধিজীবীর নামে মামলা!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সংখ্যালঘু মুসলিমদের জয় শ্রীরাম কিংবা জয় হনুমান স্লোগান না দেয়ার অজুহাতে নানাভাবে নি'র্যাতন, হেনস্থা ও হ'ত্যার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। এসবের প্রতিকার চেয়ে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, লেখক, সাহিত্যিক, সমাজসেবী, চিকিৎসক, পরিবেশবিদ, ভাস্কর, চিত্রকর, শিক্ষাবিদ, গায়কসহ বিভিন্ন পেশার ৪৯ বিশিষ্ট ব্যক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক চিঠিতে স্বাক্ষর করেছিলেন। চিঠিতে স্বাক্ষর দেয়া ও প্রতিবাদ করার অপরাধে এবার উল্টো তাদের নামে বিহারের মুজাফফরপুর আদালতে মামলা রুজু করার আর্জি পেশ করে পিটিশন দেয়া হয়েছে।

ধর্মীয় ভাবাবেগে আঘাত, রাষ্ট্রদ্রোহিতাসহ কয়েকটি ধারায় এই ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা রুজু করার আর্জি রয়েছে পিটিশনে। এ পিটিশনে সাক্ষী করা হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিজয় অগ্নিহোত্রীদের।

ভারতের ১৭তস লোকসভার নির্বাচনে বিজেপির জয় লাভের পর দেশজুড়ে অসহিষ্ণুতার মুসলিম হ'ত্যা ও নির্যা'তনের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন ৪৯ জন বিশিষ্ট ব্যক্তি ও বুদ্ধিজীবী। সে তালিকায় ছিলেন আদুর গোপালকৃষ্ণন, গৌতম ঘোষ, শ্যাম বেনেগালের মতো খ্যাতিমান চলচ্চিত্র পরিচালকের পাশাপাশি কলকাতার নামকরা অভিনয়শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কৌশিক সেনসহ চলচ্চিত্র জগতের বিশিষ্টজনেরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে