রবিবার, ২৮ জুলাই, ২০১৯, ০৯:৪৪:৩৬

মিয়ানমারে ভয়াবহ ভূমিধসে অসংখ্য মানুষের প্রাণহানি

মিয়ানমারে ভয়াবহ ভূমিধসে অসংখ্য মানুষের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জেড পাথরের একটি খনিতে ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত দেহ উদ্ধার হয়েছেন। নিখোঁজ রয়েছে অনেকে, তাদেরও মৃত্যু হয়েছে আশঙ্কা করছে স্থানীয় পুলিশ।

রোববার সকালে দেশটির উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যের হপাকান্ত এলাকায় ভয়াবহ ভূমিধসে ঘটনা ঘটে। হপাকান্ত এলাকায় জেড খনিতে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। 

গত এপ্রিলে হপাকান্তের খনি এলাকার একটি পুকুরের উঁচু পাড় ধসে ৫৫ জন খনি শ্রমিকের মৃত্যু হয়েছিল। মে থেকে অক্টোবর পর্যন্ত মিয়ানমারে বর্ষা মৌসুম চলে। এ সময়টিতে হপাকান্তের সব খনিতে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল মিয়ানমার সরকার।

তবে ওই এলাকার লোকজন জানিয়েছে, জেড খনির পাশে স্তূপ করে রাখা মাটি ও কাদার মধ্যে জেড পাথর খুঁজে বেড়ানো বন্ধ করেনি অনুসন্ধানীরা। যার কারণে এমন প্রাণহানির ঘটনা ঘটেছে।

মিয়ানমারের পুলিশ জানিয়েছে, রোববার ভোরে খনিতে ভূমিধসে এক পুলিশ সদস্যসহ ১৮ জনের মৃত দেহ উদ্ধার হয়েছে এবং নিখোঁজ রয়েছে অনেকে। নিখোঁজ ব্যক্তিদেরও মৃত্যু হয়েছে আশঙ্কা করছে স্থানীয় পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে