আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আমডাঙায় প্রচার করতে গিয়ে এমন কথা বলেছেন সোমবার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে গিয়ে তিনি আরো বলেন, ‘‘আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন চা-ওয়ালা, পাঁচ বছর ধরে বিদেশ ঘুরে এখন চৌকিদার হয়েছেন৷’’
অপরদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর অভিযোগ, তিনি ‘মোদী সরকার’-এর উন্নয়নের কাজ থামিয়ে দিতে ‘স্পিডব্রেকার’-এর ভূমিকা পালন করছেন৷ শুধু তাই নয়, ওড়িশায় বর্তমানে ‘ফণী’ ঝড়ের কারণে যে দুর্ভোগ দেখা দিয়েছে, সেই বিষয়ে কথা বলার জন্য মোদী ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও মমতা ফোন ধরেননি৷ এমনটাই দাবি নরেন্দ্র মোদীর৷