সোমবার, ২৯ জুলাই, ২০১৯, ০৭:০৮:০২

কাশ্মীরের সব মসজিদে নজরদারি চালাবে মোদি সরকার

কাশ্মীরের সব মসজিদে নজরদারি চালাবে মোদি সরকার

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু–কাশ্মীরের সব মসজিদ এখন ভারতের মোদি সরকারের নজরে। বিশেষ করে শ্রীনগর জুড়ে থাকা একাধিক মসজিদ যাতে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নজরে থাকে তার জন্য জারি হয়েছে নির্দেশিকা। 

সোমবার এই নির্দেশিকা জারি করা হয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে। অমিত শাহের মন্ত্রনালয়ের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি হওয়ায় জোর চর্চা শুরু হয়েছে ভূস্বর্গ জুড়ে।

ইতিমধ্যেই শ্রীনগরের বিভিন্ন জোনের এসএসপিকে (‌সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ)‌ এই মসজিদগুলির বিস্তারিত রিপোর্ট পাঠানোর জন্য চিঠি পাঠানো হয়েছে। 

চিঠিতে লেখা হয়েছে, ‘‌দয়া করে সব মসজিদের বিস্তারিত রিপোর্ট পাঠান। যে মসজিদ যার অধীনে পড়ছে তাঁকে সব তথ্য জোগাড় করে রিপোর্ট পাঠাতে হবে। চিঠির সঙ্গে পাঠানো প্রোফরমা অনুযায়ী তথ্য পেশ করে দ্রুত উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই রিপোর্ট পাঠান।’‌
 
কী কী জানাতে হবে মসজিদ সম্পর্কে?‌ চিঠি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মসজিদটি কোন জেলায়, সেখানের ভূখণ্ডের বিস্তারিত তথ্য, মসজিদের নাম এবং ভৌগোলিক অবস্থান, মৌলবীর নাম, ঠিকানা এবং মসজিদের চেয়ারম্যানের নাম, ঠিকানা লিখে জানাতে হবে। 

উল্লেখ্য, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপত্যকা থেকে ফিরতেই সেখানে ১০ হাজার কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার মসজিদ সম্পর্কে জানতে চাইতে জারি হল নির্দেশিকা। নেপথ্যে কারণ কী?‌ সময়ই তা বলবে বলে মনে করছেন অনেকে। ‌‌

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে