ভূতের ভয় ভারত সেনাবাহিনীতে!
আন্তর্জাতিক ডেস্ক : দেশে ছেয়ে গেছে শত্রুপক্ষের গুপ্তচরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেফতার হচ্ছে একের পর এক আইএসআই এজেন্ট। সেনাবাহিনীর সদস্যকেও পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করা হয়েছে।
আগের শতকের শেষদিকে হয়ে যাওয়া কার্গিল যুদ্ধের সেনাকেও গ্রেফতার করা হয়েছে পাক গুপ্তচর সন্দেহে। শিলিগুড়ি থেকে সেনাবাহিনীর এক সদস্য গ্রেফতার হওয়ার পর প্রশ্ন উঠেছিল প্রতিরক্ষা দফতরের মধ্যেও পাক চর আছে কি না?
এহেন পরিস্থিতিতে সেনাবাহিনী পরিচালনা নিয়ে চিন্তায় পড়েছেন সেনা কর্তারা। পূর্ব ভারতের মণিপুর, নাগাল্যান্ড বা অসমে একাধিক জঙ্গি সংগঠন বেশ সক্রিয়। শিলিগুড়ি থেকে সেনা সদস্য ফারিদ খান গ্রেফতার হওয়ায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে শুরু করেছেন সেনা কর্তারা।
ইস্টার্ন কমান্ডের মেজর জেনারেল এ এস বেদি বলেছেন, গুপ্তচরদের আটকাতে আমরা সব ধরনের সতর্কতা নিচ্ছি। পূর্ব ভারতের সব সেনা ছাউনিতে এ বিষয়ে উপযুক্ত সতর্কতা মূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
এভাবে কি সব আশঙ্কা রোধ করা যাবে? সে বিষয়েও সেনাবাহিনীর তরফে আলাদা ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানিয়েছেন বেদি। যদিও এসব নিয়ে একদমই চিন্তিত নন সেনাবাহিনীর কিছু অভিজ্ঞ কর্তা।
তাদের মতে, সেনাবাহিনীর তথ্য গোপন রাখার প্রক্রিয়া নিয়মিত পরিবর্তন হয়। গুরুত্বপূর্ণ কোনো তথ্যই গুপ্তচরদের হাতে যায়নি। গুপ্তচরেরা যেসব তথ্য যোগাড় করতে পেরেছে তার সাহায্যে ভারতের কোনো ক্ষতিই করতে পারবে না। সূত্র : কলকাতা২৪
১৯ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�