আন্তর্জাতিক ডেস্ক: মোদি-শাহ’র জমানায় রাজ্যের তকমা হারিয়েছে ভূস্বর্গ কাশ্মীর। রবিবার মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে গৃহবন্দী করে রাখার সোমবার তাদের গ্রেফতার দেখানো হয়েছে। গোটা ঘটনায় ক্ষো'ভ পাল্টা ক্ষো'ভে উ'ত্তাল গোটা ভারত। এমনিতেই ভারত পাকিস্তান সীমান্ত সমস্যা সংক্রান্ত লড়া'ইয়ের মাঝে পড়ে স্যান্ডউইচ হওয়াটা কাশ্মীরের বাসিন্দাদের কাছে ভবিতব্যের নামান্তর। তারা জানেন যতই শান্তি সমঝোতা ও যু'দ্ধ বিরতির কথা উঠুক না কেন- সেখানে যা চলার তাই চলবে। এদিকে কাশ্মীর নিয়ে কেন্দ্রের নয়া সিদ্ধান্তের পরেই টুইটে বার্তা দিলেন জায়রা ওয়াসিম।
জায়রা লিখেছেন, ‘এ-ও একদিন কেটে যাবে’। পাশে ‘হ্যাশ ট্যাগ’ দিয়ে লেখেন ‘কাশ্মীর’। সত্যিই তাই এক টুকরো শান্তি যাপনের জন্য কাশ্মীরীদের যে আর কত পুরুষ ধরে এমন যন্ত্র'ণা ভোগ করতে হবে তা রাষ্ট্রের নিয়ন্ত্রকরাই জানেন কি না বোঝার উপায় নেই। এদিকে শুধু জায়রা নন, কাশ্মীর-বিতর্ক নিয়ে বো'মা ফা'টিয়েছেন অভিনেতা অনুপম খের-ও। সোমবার টুইট করে তিনি বললেন, ‘কাশ্মীর নিয়ে সমাধানের কাজ শুরু হয়ে গিয়েছে।’ এই কথার মাধ্যমে কী ইঙ্গিত দিতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রীর একনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত অনুপম, জল্পনাও চলছিল তা নিয়ে। কাশ্মীর বি'তর্ক নিয়ে টুইট করেছেন অভিনেত্রী দিয়া মির্জাও।
সূত্র : লেটেস্ট লি