ভারত-বিরোধী বিবৃতি নয় : শরিফের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক : ভারত-বিরোধী বিবৃতি দেওয়া চলবে না। পাকিস্তানের মন্ত্রী ও উপদেষ্টাদের নির্দেশ দিলেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।
দীর্ঘদিনের বরফ গলিয়ে চলতি মাসেই আলোচনার রাস্তায় ফিরে এসেছে ভারত-পাকিস্তান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ সম্প্রতি ইসলামাবাদ সফরে গিয়েছেন। সেই প্রেক্ষাপটেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নির্দেশ, মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টারা ভারতকে আক্রমণ করে এমন কিছু যেন না বলেন, যার ফলে সম্প্রতি শুরু হওয়া শান্তি আলোচনা মার খায়। শান্তি প্র্রক্রিয়া যাতে সামনের দিকে এগিয়ে চলে, সেই লক্ষ্যেই শরিফের এই নির্দেশ বলে জানিয়েছে একটি সূত্র।
শরিফের এক ঘনিষ্ঠ সহযোগীকে উদ্ধৃত করে পাক-সংবাদপত্র ‘দি নেশন’ এক প্রতিবেদনে বলেছে, অতীতকে খুঁচিয়ে তোলা নয়, বরং শান্তি আলোচনা প্রক্রিয়া জোরদার হয়, শুধু এমন বিবৃতিই দেবেন নেতা-মন্ত্রীরা। প্রধানমন্ত্রী তার ঘনিষ্ঠ সহযোগী, মন্ত্রীদের শান্তি প্রক্রিয়াকে সাহায্য করতে বলেছেন। ভারতের সঙ্গে তার দেশের সম্পর্ক ভাল হওয়ার ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী আশাবাদী এবং তার ফলে গোটা উপমহাদেশের লাভ হবে বলে তিনি মনে করেন। একইসঙ্গে তাকে উদ্ধৃত করে এও বলা হয়েছে যে, ভারতের দিক থেকে আসা কিছু বিবৃতি-মন্তব্যে শরিফ অখুশি বটে, তবে তা সত্ত্বেও তার ধারনা, ওগুলি ভারত সরকারের মত নয়।
শরিফের ওই সহযোগী এও জানিয়েছেন, দু দেশ শান্তির লক্ষ্যে আলোচনার টেবিলে বসলে কাশ্মীর, সন্ত্রাসবাদ, বাণিজ্যকে অগ্রাধিকার দিতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
এদিকে আরেক পাকিস্তানের কর্মকর্তাকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে শান্তি স্থাপনের ইস্যুতে প্রধানমন্ত্রী ও পাক-সেনার অবস্থান একই। পূর্ণ সহমত আছে দু পক্ষের মধ্যে। দু তরফই একমত, মূল ইস্যুগুলিতে কোনও সমঝোতা হতে পারে না।
প্রসঙ্গত, ইসলামাবাদ সফরে গিয়ে সুষম স্বরাজ কথা বলেন শরিফ ও তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজের সঙ্গে। আলোচনার পর দু দেশই ‘সার্বিক দ্বিপাক্ষিক আলোচনা’ প্রক্রিয়ায় ফের সামিল হতে রাজি হয়েছে।
২০ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস
�