আন্তর্জাতিক ডেস্ক : সংবিধান থেকে ৩৭০ অনুচ্ছেদ রদ করায় কাশ্মীরের মর্যাদা পরিবর্তনের সিদ্ধান্ত রাজ্যটিতে সহিংসতা বাড়াতে পারে বলে ভারতকে সতর্ক করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
সোমবার লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ভারতের পদক্ষেপ সেখানকার অস্থিরতার কারণ হতে পারে এবং বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করতে পারে। গত কয়েক দিনের পরিস্থিতিতে কাশ্মীরিদের খাদের কিনারায় ঠেলে দেয়া হয়েছে।
অতিরিক্ত হাজার হাজার সেনা মোতায়েনের পর গত শুক্রবার তীর্থযাত্রী ও পর্যটকদের দ্রুত কাশ্মীর ছাড়ার নির্দেশ দেয় ভারত। রাজ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ করে রাজনৈতিক নেতাদের গৃহবন্দি রাখা হয়। ইন্টারনেট বন্ধ ও ১৪৪ ধারা জারির মধ্যেই কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে বিজেপি সরকার।
সর্বভারতীয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রধান আকর প্যাটেল বলেন, গত কয়েক দিন ধরে কাশ্মীর প্রত্যক্ষ করছে- অতিরিক্ত হাজার হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন, টেলিফোন ও ইন্টারনেট সুবিধা বন্ধ, শান্তিপূর্ণ সমাবেশে নিষেধাজ্ঞা- এসবই জম্মু-কাশ্মীরের মানুষকে খাদের কিনারায় ঠেলে দিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, শীর্ষ নেতাদের গৃহবন্দি করে পরিস্থিতিকে আরও খারাপ করে ফেলেছে ভারত। কাশ্মীরের মানুষের সম্পৃক্ততা ছাড়া সেখানকার নিপীড়ন বন্ধ করা যাবে না বলেও মন্তব্য করেন প্যাটেল।
তিনি বলেন, অনির্দিষ্ট সময় ধরে কাশ্মীরের টেলিযোগাযোগ সেবা বন্ধ রাখা আন্তর্জাতিক মানবাধিকার মানের সঙ্গে সাংঘর্ষিক। এতে কাশ্মীরিদের তথ্য জানার ও জানানোর অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে। এগুলো বাকস্বাধীনতার অখণ্ড অংশ।