শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ০১:০২:৩৪

সীমান্তে ভারত-পাকিস্তান গো'লাগু'লি চলছে!

সীমান্তে ভারত-পাকিস্তান গো'লাগু'লি চলছে!

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে উ'ত্তজনা চ'রম আকার ধারণ করেছে। দেশ দু’টি যু'দ্ধবিরতি ল'ঙ্ঘন করেছে। কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর মোতায়েন করা ভারতীয় ও পাকিস্তানি সেনাদের মধ্যে গু'লি বি'নিময় চলছে। তবে এখনও কোনো হ'তাহ'তের খবর পাওয়া যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো ভারতীয় সেনাবাহিনীর সূত্রে এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দু’পক্ষের মধ্যে গু'লি বি'নিময়ের ঘটনাটি শুরু হয় নিয়ন্ত্রণ রেখার পাশে সুন্দ্রাবানি সেক্টরে। ভারতের স্থানীয় সময় ১০টা ১৫ মিনিটে এ ঘটনার শুরু। ভারতীয় সেনা সূত্রের খবর অনুযায়ী, পাকিস্তানি বাহিনী ছোট অ'স্ত্র দিয়ে গু'লি চালাচ্ছে এবং ম'র্টার ব্যবহার করছে।

এর আগে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে ১৪৪ ধারা ভে'ঙে মি'ছিল করেছে সেখানকার জনগণ। বিক্ষো'ভকা'রীদের সঙ্গে পুলিশের সং'ঘর্ষে অন্তত ছয়জন নি'হত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক ব্যক্তি আ'হত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনাটি বুধবার ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তানের জিও টিভি অনলাইন। কাশ্মীরজুড়ে গ'ণগ্রেপ্তা'র চলছে বলেও ওই প্রতিবেদনে বলা হয়। তবে বৃহস্পতিবার সেখানকার পরিস্থিতি ঠিক কী না তা, ইন্টারনেট সংযোগ বি'চ্ছি'ন্নের কারণে তা জানা যাচ্ছে না।

কয়েকদিন ধরেই কাশ্মীরে অচ'লাবস্থার সৃষ্টি হয়েছে। সবধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহর ও গ্রামগুলোর আশপাশে কাঁটাতারের বেড়া দেখা গেছে। বি'ক্ষো'ভ ছড়িয়ে পড়ার শ'ঙ্কায় পুরো কাশ্মীরে টিভি, ফোন এবং ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা হয়েছে।সূত্র: স্পুটনিক

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে