শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ১০:১৫:৫৮

পাকিস্তানকে শাসালো যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে শাসালো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্বলিত ৩৭০ অনুচ্ছেদ রদ করার জেরে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করে চাপের মুখে পড়েছে পাকিস্তান। ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নেয়া থেকে দূরে থেকে পাকিস্তানের নিজের দেশের সন্ত্রাস দূর করার মনোনিবেশ করা উচিত বলে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার (০৭ আগস্ট) রাতে মার্কিন সিনেট ফরেন রিলেশনস কমিটির সদস্য রবার্ট মেনেন্দেজ এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান ইলিয়ট এঞ্জেলের কাশ্মীর ইস্যুতে দেয়া যৌথ বিবৃতিতে এ পরামর্শ দেয়া হয়। 

বিবৃতিতে তারা বলেন, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা থেকে পাকিস্তানের দূরে থাকা উচিত। এর মধ্যে যেমন নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করতে জঙ্গিদের সাহায্য করার বিষয়টিও রয়েছে। পাশাপাশি দেশের মাটিতে সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত পাকিস্তানের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে