শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ১০:৫৬:০১

আগে সাধারণ মানুষ যাবে, তারপর ভিআইপিরা : মমতা

আগে সাধারণ মানুষ যাবে, তারপর ভিআইপিরা : মমতা

আন্তর্জাতিক ডেস্ক: চলার পথে পুলিশি নিরাপত্তায় ‘বাড়াবাড়ি’ দেখে একাধিকবার গাড়ি থেকে নেমে পড়লেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে শহরে আসার পথে পুলিশকে সতর্ক করে তার নির্দেশ, ‘প্রয়োজনে আমি দাঁড়াব। আমার জন্য সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হলে আমি মানব না।’

বৃহস্পতিবার চেন্নাই থেকে কলকাতায় ফেরেন মমতা। বিমানবন্দর থেকে শহরে ঢোকার পরে প্রথমে তেঘরিয়া মোড়ের কাছে তার নজর পড়ে, সেই সময় সার্ভিস রোডে অনেক গাড়ি সারিবদ্ধ দিয়ে দাঁড়িয়ে ছিল।

তখনই গাড়ি থেকে নেমে ট্রাফিক কর্মীদের কাছে এই মুখ্যমন্ত্রী জানতে চান, তিনি যাচ্ছেন বলেই কি রাস্তা বন্ধ করে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়েছে? পরে তিনি ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন, আগে সাধারণ মানুষ, পরে ভিআইপি।

প্রায় ১০ মিনিট মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে থাকা গাড়ি যাতায়াতের ব্যবস্থা করেন। এ সময় তাকে রাস্তায় দেখে সাধারণ মানুষের ভিড় বেড়ে যায়। তাদের সঙ্গে কথা বলে ফের যাত্রা শুরু করেন মমতা। পরে তাপুরিয়াঘাটাতেও ট্রাফিক আটকানো হয়েছে দেখে রাস্তায় নেমে পুলিশ কর্মকর্তাদের একই ধরনের নির্দেশ দেন তিনি।-আনন্দবাজার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে