শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ০২:০৯:১৩

জম্মু-কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় চলেছে

জম্মু-কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় চলেছে

আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীসহ প্রায় ৫০০ জনকে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০ বন্দিকে কাশ্মীর থেকে আগ্রায় নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার (৯ আগস্ট) এক  খবরে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার অভিযোগে আটক ৩০ জনকে আগ্রায় নেয়া হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমান বাহিনীর বিশেষ বিমানে বন্দীদের উত্তর প্রদেশের আগ্রায় নেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আগ্রার এক সরকারি কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় চলেছে। তাতে বহু লোককে গ্রেফতার করা হয়েছে। এই ধরপাকড়ের ফলে উপত্যকার জেলগুলিতে আর জায়গা নেই। এরই মধ্যে বন্দীদের আচরণে জেলের মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা। তাই যারা বেশি দুর্ভোগের কারণ হতে পারেন তাদের আগ্রায় নিয়ে আসা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে