শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ০৩:৩১:২৬

ভারতের সিদ্ধান্ত পাল্টাতে হঠাৎ চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের সিদ্ধান্ত পাল্টাতে হঠাৎ চীন সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলে ভারতের সিদ্ধান্ত পাল্টাতে দেশটির ওপর চাপ প্রয়োগ করতে হঠাৎ চীন সফরে রয়েছেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি। খবর নিউ ইয়র্ক টাইমস ও এক্সপ্রেস ট্রিবিউন।

আজ ৯ আগস্ট শুক্রবার তিনি চীনা নেতাদের সঙ্গে কাশ্মীর সংকট নিয়ে আলোচনায় বসবেন। বেইজিংয়ের উদ্দেশে বিমানে ওঠার আগে কুরাইশি বলেন, ‘ইসলামাবাদের আস্থাভাজন বন্ধু দেশ চীনকে তিনি কাশ্মীর পরিস্থিতি নিয়ে অবহিত করবেন।’

জানা যায়, বেইজিংয়ে তাকে চীনে পাকিস্তানি রাষ্ট্রদূত নাগমানা হাশমি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা স্বাগত জানিয়েছে। অধিকৃত কাশ্মীর সংকট ও দক্ষিণ এশিয়ার বর্তমান পরিস্থিতিতে কুরাইশির এই সফরকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে