আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে প্রেসিডেন্ট চান চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। এক টুইট বার্তায় এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হলে খুশি হবে চীন।
মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, জো বাইডেনের বক্তব্য বিরক্তির উদ্রেক করে এবং তা শুনলে মানুষের ঘুম আসে। ট্রাম্প দাবি করেন, বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে মার্কিন সরকার দুর্বল হয়ে পড়বে।
২০২০ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে অন্যতম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচনা করছে ডেমোক্র্যাট দল।