শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ০৭:২৭:০৭

কিনেছিলেন মুরগির ডিম, অমলেট বানাতে গিয়ে বেরুলো সাপ!

কিনেছিলেন মুরগির ডিম, অমলেট বানাতে গিয়ে বেরুলো সাপ!

আন্তর্জাতিক ডেস্ক : গৃহবধূ দোকান থেকে কিনেছিলেন একহালি মুরগির ডিম। সেখান থেকে একটা দিয়ে অমলেট বানাতে গিয়ে একটু খটকা লাগে। ডিমটি তিনি কড়াইতে দিয়েও ফেলেন। এরপরই চোখ তার চড়ক গাছ!

ঘটনাটি ভারতের উত্তর ২৪ পরগনার গোপালনগরের সাতবেড়িয়ার। রাবেদা বিবি নামের এক নারী এমন ভয়ানক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন।

সাপের ডিমের কথা শুনে রাবেদার বাড়িতে প্রতিবেশীরা ভিড় জমান। স্থানীয় বাসিন্দা কবিরুল মণ্ডল জানান, ‘ডিমটিকে দেখতে দৌড়ে যাই। প্রথমে বিশ্বাস করতে পারিনি। তবে দেখার পর বিশ্বাস হয় রাবেদা যা বলছেন তা সত্য।’

ডিমের মধ্যে থাকা কালো, লম্বা বস্তু দেখে আতঙ্কিত হয়ে পড়েন রাবেদার পরিবার। তারা ডিম বিক্রেতার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন।

ওই দোকানি আবার এটিকে সাপের ডিম মানতে নারাজ। তার দাবি, সাপের ডিমের আকার এত বড় হয় না।

স্থানীয় কলেজের জীববিজ্ঞানের প্রভাষক সত্যজিৎ রায় বলেন, ‘মুরগির হরমোনঘটিত সমস্যার কারণে ডিমের ভেতর অনেক সময় এমন দেখা যায়। ডিমটি পরীক্ষা না করা পর্যন্ত নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে