শুক্রবার, ০৯ আগস্ট, ২০১৯, ০৭:৩২:৫৫

ভারতীয় যাত্রীসহ ট্রেন আটকে দিয়েছিল পাকিস্তান

ভারতীয় যাত্রীসহ ট্রেন আটকে দিয়েছিল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে পাকিস্তানের সঙ্গে দেশটির উত্তেজনা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে বৃহস্পতিবার (৮ আগস্ট) ওয়াঘা সীমান্তে ভারতীয় যাত্রীসহ সমঝোতা এক্সপ্রেস আটকে দিয়েছিল পাকিস্তান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে ভারতীয় যাত্রীদের নিয়ে ট্রেনটি সীমান্তে পৌঁছলে সেটি আটকে দেয়া হয়েছিল বলে এক প্রতিবেদনে প্রকাশ করেছে সংবাদ সংস্থা পিটিআই।

প্রতিবেদনে জানা যায়, লাহোর থেকে আসার সময় সমঝোতা এক্সপ্রেসের যাত্রীরা দুপুর ১টা থেকে ওয়াঘা সীমান্তে আটকা পড়েন।

তবে সমঝোতা এক্সপ্রেসের ভারতীয় কর্মীরা দাবি করেছিলেন, ওই ট্রেনটিকে সীমান্ত পর্যন্ত নিয়ে এলে তারা ভারতীয় ভূখণ্ডে এই ট্রেনটিকে চালিয়ে নিয়ে যাবেন। প্রায় তিন ঘণ্টা পরে ট্রেনটি আট্টারির উদ্দেশ্যে চালিয়ে নিয়ে আসেন ভারতের রেল কর্মীরা।

উল্লেখ্য, সমঝোতা এক্সপ্রেস দিল্লি থেকে আট্টারি এবং পাকিস্তানের দিক থেকে লাহোর থেকে ওয়াঘার মধ্যে যাতায়াত করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে