শনিবার, ১০ আগস্ট, ২০১৯, ০৪:৫১:১৪

মমতা ব্যানার্জী এখন দেশদ্রোহী : বিস্ফোরক মুকুল রায়

মমতা ব্যানার্জী এখন দেশদ্রোহী : বিস্ফোরক মুকুল রায়

আন্তর্জাতিক ডেস্ক : তৃণমূল কংগ্রেস ত্যাগের পর থেকে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন একদা মমতারই প্রধান সেনাপতি খ্যাত মুকুল রায়। ইদানীং প্রাক্তন দলনেত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করে থাকেন বিজেপি নেতা মুকুল। 

লোকসভা ভোটের পর সম্প্রতি সেই আক্রমণের ঝাঁঝ উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছেন মুকুল রায়। সেই ধারা অব্যাহত রেখে এবার তিনি মমতাকে দেশদ্রোহী বললেন। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বিলোপ বিতর্কে মমতার অবস্থানকে কড়া ভাষায় বিঁধে মুকুল বলেন, ‘মমতা ব্যানার্জী এখন দেশদ্রোহী।’

মুকুল রায় বলেছেন, ‘৩৭০ ধারা বিলোপের পর মমতা ব্যানার্জীর যে ভূমিকা নিয়েছেন, তাতে রাষ্ট্রদোহিতার কথা বলছেন। উনি বলছেন, পদ্ধতি ভুল হয়েছে। উনি কি সংবিধান বিশেষজ্ঞ? সারা ভারতবর্ষের সব রাজনৈতিক দল এক কথা বলছে, আর উনি অন্য কথা বলছেন। আমি বিজেপির পায়ে ধরব, কিন্তু লোকে জানবে না!’

এ প্রসঙ্গে মুকুল পুলওয়ামা হামলার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গও তুলেছেন। একদা মমতা ঘনিষ্ঠ বলেন, ‘মমতা ব্যানার্জী পুলওয়ামা হামলার সময়ও সেনাবাহিনীর দিকে আঙুল তুলেছিলেন। উনি এখন দেশদ্রোহী।’

উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে মমতা বলেছিলেন, ‘আমরা এই বিলটি সমর্থন করি না। আমরা এই বিলের পক্ষে ভোট দেব না। কাশ্মীর ও সব জায়গার রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা উচিত ছিল। যদি আপনি একটা চিরস্থায়ী আলোচনায় আসতে চান, তাহলে সকলের সঙ্গে আলোচনা করতে হবে।’ সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে