শনিবার, ১০ আগস্ট, ২০১৯, ০৮:১১:৫৫

তেলের ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেল ৬২ জনের

তেলের ট্যাংকার বিস্ফোরণে প্রাণ গেল ৬২ জনের

আন্তর্জাতিক ডেস্ক : তানজানিয়ার পূর্বাঞ্চলের মরোগরো শহরে একটি তেলের ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬২ জন পুড়ে মারা গেছেন। বাণিজ্যিক নগরী দারুস সালাম থেকে ২০০ কিলোমিটার দূরে মরোগরো অঞ্চলে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

আঞ্চলিক পুলিশ কমিশনার স্টিভেন কাবুয়ে স্থানীয় টিভি চ্যানেল আজম টিভিকে বলেন, ৬২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং আহতের চিকিৎসা দেয়া হচ্ছে। খবর ইউএনবি’র।

মরোগরো শহরের প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোরের দিকে একটি তেলের ট্যাংকার দুর্ঘটনায় পড়লে অনেক লোক সেখানে জড়ো হয়ে তেল নেয়ার চেষ্টা করছিল। এ সময় হঠাৎ করে ট্যাংকারটি বিস্ফোরিত হলে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় সবাই।

পূর্ব আফ্রিকায় দুর্ঘটনাকবলিত তেলের ট্যাংকারগুলো থেকে জ্বালানি চুরি করতে গিয়ে বিস্ফোরণে মানুষের নিহত হওয়ার ঘটনা খুবই সাধারণ একটি ব্যাপার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে