রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ০১:৪১:১২

‘আমেরিকা ধ্বংস হোক’, ইসরাইল নিপাত যাক স্লোগানে মুখরিত আরাফার হাজিরা

‘আমেরিকা ধ্বংস হোক’, ইসরাইল নিপাত যাক স্লোগানে মুখরিত আরাফার হাজিরা

আন্তর্জাতিক ডেস্ক : আরাফা ময়দানে হাজিরা মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত অনুষ্ঠান শনিবার পালন করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনির হজবাণী পাঠের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

এ সময় ইরানসহ বিভিন্ন দেশের হাজিরা ‘আমেরিকা ধ্বংস হোক’, ইসরাইল নিপাত যাক বলে স্লোগান দেয়। মুশরিকদের সঙ্গে সম্পর্কচ্ছেদ বা বারায়াত অনুষ্ঠানে অংশগ্রহণকারী হাজিরা এ সময় পাঁচ ধারা বিশিষ্ট একটি ইশতেহার প্রকাশ করেন।

ওই ইশতেহারে বলা হয়েছে, বায়তুল মুকাদ্দাসকে মুক্ত করা মুসলিম বিশ্বের অবশ্যপালনীয় দায়িত্ব, এই দায়িত্বকে সর্বাগ্রে স্থান দিতে হবে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার যেকোনো প্রচেষ্টা নিন্দনীয়। একই সঙ্গে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব ও বিভেদ সৃষ্টির মার্কিন ও ইসরাইলি ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্য জোরদারের আহ্বান জানানো হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে