রবিবার, ১১ আগস্ট, ২০১৯, ১০:২৮:৫৭

কাশ্মীরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

কাশ্মীরবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। সেই সাথে ঈদ উদযাপিত হবে ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। বাংলাদেশ সহ ভারতের প্রতিটি রাজ্যে পালিত হবে পবিত্র ঈদুল আজহা।

আর এই জন্যই পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কাশ্মীরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ব্যাপারে তিনি বলেন, মুসলিম সমাজের সবচেয়ে বড় দিন হচ্ছে ঈদুল আজহা। তাদের দুইটি বড় উৎসবের মাঝে ঈদুল আজহা একটু বেশি গূরত্বপূর্ণ। কেননা এইদিনটার পিছনে আছে বিস্তর ইতিহাস। তাই আমি এই দিনটা যেন কাশ্মীরবাসীর বেশ ভালোভাবে কাটুক সেটাই চাই।

গত শুক্রবারও একবার কাশ্মীরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে ধুমধাম ঈদ পালনের আহ্বান জানিয়েছিলেন নরেন্দ্র মোদি।

সেদিন মোদি বলেন, ‘জম্মু-কাশ্মীরের মানুষের ঈদ পালন করতে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা করা হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে