সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ০৫:৩৬:২৩

নরওয়ের মসজিদে গু'লি করে হ'ত্যার আগেই বন্দুকধারীকে জাপটে ধরেন মুসল্লি রফিক

নরওয়ের মসজিদে গু'লি করে হ'ত্যার আগেই বন্দুকধারীকে জাপটে ধরেন মুসল্লি রফিক

আন্তর্জাতিক ডেস্ক: নরওয়ের রাজধানী অসলোর কাছে একটি মসজিদে ব'ন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। শনিবার স্থানীয় সময় বিকেলে রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে বায়েরুম এলাকার আল নুর ইসলামিক সেন্টার নামের এ মসজিদে হামলার ঘটনাটি ঘটে। ঘটনার সময় ৬৫ বছর বয়সী মোহাম্মদ রফিক নামে এক মুসল্লি ব'ন্দুকধারীকে ধরে ফেলেন। এ কারণে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো তার প্রশংসা করেছে। স্থানীয় মানুষও তার প্রশংসায় মাতোয়ারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে খবরে বলা হয়, মসজিদে হামলার ঘটনা সময় ভেতরে মাত্র তিনজন ব্যক্তি ছিলেন। তারা ঈদ-উল-আযহার ছুটির প্রস্তুতি নিয়ে আলোচনা করছিলেন। হঠাৎ করেই হামলাকারী মাথায় হেলমেট এবং গায়ে বু'লেটপ্রুফ পোশাক পরে আ'ক্রমণ করে তাদের ওপর। তার হাতে দুটো শটগানের মতো অ'স্ত্র এবং একটি পি'স্তল ছিলো। সেখানে ঢুকেই গু'লি চালানো শুরু করে ব'ন্দুকধারী। এক পর্যায়ে ৬৫ বছর বয়সী মোহাম্মদ রফিক নামে এক মুসল্লি ব'ন্দুকধারীকে ধরে ফেলেন। এ সময় তিনিও সামান্য আ'হত হন।

মোহাম্মদ রফিক বলেন, আমি হঠাৎ করে বাইরে থেকে গু'লির শব্দ শুনলাম। ব'ন্দুকধারী অন্য দুজন ব্যক্তিকে লক্ষ্য করে গু'লি করছিল।

রফিক বলেন, আমি ওই আ'ক্রমণকারীকে জাপটে ধরে রাখি। আর আমার সঙ্গে থাকা আরেকজন তাকে আ'ঘাত করেন। এর ফলে হামলাকারী নিচে পড়ে যায়। একপর্যায়ে আমরা তার কছে থাকা অ'স্ত্রগুলো ছি'নিয়ে নেই। 

পুলিশ আসার আগ পর্যন্ত তারা ওই ব্যক্তিকে ধ'রে রাখেন বলে জানা যায়। এরপর পুলিশ আসলে তাকে উ'দ্ধার করে স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যায়। আ'টক পিলিপ মানশুস (২১) ওই এলাকার স্থানীয় বাসিন্দা। এদিকে মসজিদে হামলাটিকে সম্ভাব্য স'ন্ত্রা'সী হামলা হিসেবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা এটি মোকাবেলার চেষ্টা করছি। কিন্তু এটা একটা চ্যালেঞ্জ। আমি মনে করি, এটা এক অর্থে বিশ্বজুড়ে একটা চ্যালেঞ্জ।’ সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে