সোমবার, ১২ আগস্ট, ২০১৯, ১০:১৯:৫৫

ভারত সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান সামরিক বাহিনী!

ভারত সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান সামরিক বাহিনী!

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিমান মোতায়েন করছে পাকিস্তান। সীমান্তের ওপারে লাদাখ লাগোয়া স্কারদু বাহিনী ঘাঁটিতে চীনের সাথে যৌথভাবে নির্মিত জেএফ-১৭ ফাইটার জেট পাঠাচ্ছে পাকিস্তান সামরিক বাহিনী।

ভারতীয় মিডিয়ায় এ খবর প্রকাশ করেছে তবে পাকিস্তানি মিডিয়ায় এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়াসহ বেশ কয়েকটি ভারতীয় মিডিয়ার খবর।

পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের লাদাখ সীমান্ত লাগোয়া পাক সেনাঘাঁটিগুলিতে সক্রিয়তা উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। গত শনিবার থেকেই স্কারদু বিমানঘাঁটিতে একাধিকবার অবতরণ করেছে পাকিস্তান বিমানবাহিনীর সি-১৩০ পণ্য পরিবহণকারী বিমান।

খবরে বলা হয়, ভারতের সঙ্গে ফরওয়ার্ড বেসগুলিতে যুদ্ধের জন্য রসদ মজুত করছে পাকিস্তান সেনাবাহিনী। ভারতীয় গোয়েন্দারা আরো মনে করছেন, ওই ঘাঁটিগুলো থেকে বড়সড় বিমান হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পাক বিমান বাহিনী।

তবে ভারতীয় সেনাবাহিনীর তরফে আশ্বস্ত করা হয়েছে, পাকিস্তান সেনার গতিবিধি বাড়লেও চিন্তার কিছু নেই। পাকিস্তান বিমানবাহিনীর সমস্ত গতিবিধি ভারতীয় রাডারে স্পষ্ট ধরা পড়ছে। ফলে কোনো কিছু করলে পাকিস্তানকে যোগ্য জবাব দেয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে