আন্তর্জাতিক ডেস্ক : নরওয়ের রাজধানী অসলোর উপকণ্ঠে গত শনিবার আল নূর মসজিদে হা'মলাকারী ২১ বছর বয়সী শ্বেতাঙ্গ যুবককে স'ন্ত্রাসবাদের অভিযোগ অভিযুক্ত করেছে দেশটির পুলিশ। একই সঙ্গে তার বিরুদ্ধে সৎবোনকে হ'ত্যা ও মসজিদের মুসল্লিদের হ'ত্যা'চেষ্টার অভিযোগ আনা হয় আদালতে। খবর বিবিসির।
সোমবার আদালতে আনা হলে আসামি ফিলিপ ম্যানশুয়াজের চোখ-মুখ আর গলায় আ'ঘাতের চিহ্ন দেখা যায়। তদন্তের স্বার্থে তাকে আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে পুলিশ আবেদন করলে তার আরও ২৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।