মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০৬:৫৬:৫৫

ঈদের শুভেচ্ছা জানিয়ে তীব্র আক্রমনের মুখে ইভানকা, নিরব ট্রাম্প

ঈদের শুভেচ্ছা জানিয়ে তীব্র আক্রমনের মুখে ইভানকা, নিরব ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : গোটা বিশ্বে প্রায় দেড়শ কোটি মুসলমান সম্প্রদায়ের লোক বসবাস করেন। বিশ্বব্যাপী মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল আযহা উপলক্ষে কোনো শুভেচ্ছা বা মন্তব্য না করে চুপ ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

তবে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প ঈদের শুভেচ্ছা জানিয়ে তীব্র আক্রমনের মুখে পড়েছেন। গত রবিবার পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যে ছিল ঈদ উল আযহা।

এ উপলক্ষে রবিবার সকালে ইভানকা একটি টুইট পোস্ট করে লেখেন, ‘বিশ্বের সর্বত্র ঈদ উল আযহা উদযাপনকারী মুসলিমদের ঈদ মুবারাক! আপনাদের সুস্থতা, সুখ ও আনন্দ কামনা করছি!’

এরপরই দেখা যায়, ইভানকার শুভেচ্ছাবার্তার জবাবে আসা প্রতিক্রিয়াগুলো বেশ আক্রনামত্বক। স্কুইরেলগার্ল নামের একটি অ্যাকাউন্ট থেকে তার টুইটের রিপ্লাইয়ে বলা হয়েছে: ‘…যেন তুমি মুসলিমদের নিয়ে কত চিন্তা করো।’

হোয়েনরাইটইজরং নামের আরেকটি অ্যাকাউন্ট থেকে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে কথাটি ইভানকা মন থেকে বলেননি: ‘আমার মনে হয় না এই টুইটটি সত্যিকারের কোনো জায়গা থেকে এসেছে।’ এমন ধরণের আরও অসংখ্য প্রতিবাদমূলক, ব্যঙ্গাত্মক কমেন্টে ভরে যায় ইভানকার ঈদ শুভেচ্ছার টুইট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে