বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০৪:২১:০১

মমতার তৃণমূল কংগ্রেস শিবিরে বড় ভাঙন

মমতার তৃণমূল কংগ্রেস শিবিরে বড় ভাঙন

আন্তর্জাতিক ডেস্ক : মমতা ব্যানার্জীর ‘প্রিয় কানন’ কি তবে শেষ পর্যন্ত পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন? মঙ্গলবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা শোভন চ্যাটার্জী। 

আর তারপরই কলকাতা থেকে বিমানে দিল্লি উড়ে যান কলকাতার সাবেক মেয়র। তাহলে কি বিজেপিতে যোগ দিতেই দিল্লি পাড়ি শোভনের? তুমুল জল্পনা বঙ্গ রাজনীতিতে। সম্ভবত আজই বিজেপিতে যোগ দিতে পারেন মমতার এই মন্ত্রী। তবে কি শোভনের সঙ্গে বিজেপিতে যোগ দিতে পারেন বৈশাখীও?

পাশাপাশি শোভনের সঙ্গে রাজারহাট-নিউটাউনের মেয়র ও তৃণমূলের বিধায়ক সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিতে পারেন বলে জোর চর্চা চলছে কলকাতার রাজনীতির অলিন্দে। যদি শেষ পর্যন্ত এই জল্পনা সত্যি হয়, তাহলে মুকুল রায়ের পর আজই তৃণমূল থেকে বিজেপিতে বড় জার্সি বদল। যদিও মাঝে রাজনৈতিক গুরুত্বের নিরিখে ‘বড় যোগদান’ ছিলেন অর্জুন সিং।

শোভনের বিজেপিতে যোগদানের ব্যাপারে একদা তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড ও বর্তমান বিজেপি নেতা মুকুল রায় সম্প্রতি বলেছিলেন, “শোভন দলে (তৃণমূলে) গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। শোভনের সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের কথা হয়েছে বলে জানি। তবে শোভন কী করবেন, সেটা তাঁর ব্যাপার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে