০১:৩৭:০৩ মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর নিষ্ফল অক্রোশে ফুঁসছে পকিস্তান। কাশ্মীরের পাশে থাকার দাবি নিয়ে রাজনীতিবিদ তো বটেই, পাক তারকা বা খেলোয়াড়রাও মুখ খুলেছেন।
এমন পরিস্থিতিতে নিজের দেশকে বাস্তবের সম্মুখীন করলেন এক ইমাম। তিনি সরাসরি বললেন, কাশ্মীর কোনও দিনই পাকিস্তানের অংশ ছিল না। এনিয়ে নয়াদিল্লির সঙ্গে যে দ্ব'ন্দ্ব তৈরি করছে ইসলামাবাদ, তার কোনও ভিত্তিই নেই।
একদিকে যখন পাকিস্তানের পিএইচডি, ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রিধারীরা জঙ্গিদলে নাম লেখাচ্ছেন, তখন অন্যদিকে স্পষ্ট কথা বলে সততার নজির সৃষ্টি করলেন পাকিস্তানেরই এক ইমাম। তার নাম মোহাম্মদ তাহিদি।
সোশ্যাল সাইটে নিজেকে ‘শান্তির আইনজীবী’ বলে দাবি করেন তিনি। স্পষ্ট কথা বলতে তার কোনও দ্বিধা নেই। তাই বিরুদ্ধাচরণ হবে জেনেও ইমাম টুইটারে কার্যত ভারতের হয়েই কথা বললেন।
টুইটারে তাহিদি লিখেছেন, “কাশ্মীর কখনও পাকিস্তানের অংশ ছিল না। কখনও পাকিস্তানের অংশ হতেও পারে না। বরং পাকিস্তান ও কাশ্মীর, এই দুইটাই ভারতের অংশ। হিন্দু থেকে মুসলিম হলেই সত্য অস্বীকার করা যায় না। গোটা এলাকাটাই হিন্দুদের।”
অবশ্য এই প্রথমবার নয়। এর আগেও কাশ্মীর নিয়ে সরব হয়েছিলেন তিনি। সেবারও বলেছিলেন কাশ্মীর হিন্দুদের। কখনও এই রাজ্য পাকিস্তানের অংশ নয়। ভারতে যখন তিনি এসেছিলেন, তখনও একই কথা বলেছিলেন।
তবে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের পর থেকে পাকিস্তান ক্রমাগত বলে আসছে কাশ্মীরবাসীর পাশে রয়েছে তারা। বারবার প্রমাণ করার চেষ্টা করছে, এই সিদ্ধান্ত নিয়ে ভারত সরকার কাশ্মীরবাসীর নাগরিক অধিকারে হস্তক্ষেপ করেছে। এমন পরিস্থিতিতে ইমাম তাহিদির এমন বক্তব্য নিঃসন্দেহে পাকিস্তানের ক্ষেত্রে একটি বড় ধাক্কা। সূত্র : এএনআই