বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০৭:৫৯:১৫

ভারত আর উন্নয়নশীল দেশের আওতায় পড়ে না : ডোনাল্ড ট্রাম্প

ভারত আর উন্নয়নশীল দেশের আওতায় পড়ে না : ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : ভারত ও চীন আর উন্নয়নশীল দেশের আওতায় পড়ে না৷ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে বিশেষ সুযোগ-সুবিধা আর নিয়ে চলেছে এখনও৷ এটা আর হতে দেব না৷ 

এমনই মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ গত জুলাইয়েই প্রেসিডেন্ট ট্রাম্প ডব্লিউটিও-র কাছে জানতে চান, কিসের ভিত্তিতে তারা সদস্য দেশগুলির কাউকে কাউকে উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত করে। 

মঙ্গলবার পেনসিলভানিয়ায় ট্রাম্প একটি সমাবেশে বলেন, 'এশিয়ার অর্থনীতিতে ভারত ও চীন দুটি বৃহত্তম শক্তি। দুটি দেশ আর মোটেই উন্নয়নশীল দেশের পর্যায়ে নেই। তাই ভারত ও চীন আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে দেওয়া তকমার সুযোগ-সুবিধা নিতে পারে না।' 

প্রসঙ্গত, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা, বাণিজ্য নিয়ন্ত্রণ করে।

ভারত ও চীনে ঢোকা মার্কিন পণ্যের উপর দু দেশই যে প্রচুর পরিমাণে শুল্ক চাপায়, বরাবরই তার বিরোধিতা করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত ট্রাম্পের কাছ থেকে শুল্ক চাপানোর রাজা তকমাও পেয়েছে। চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘ দিন ধরেই বাণিজ্য যুদ্ধ চলছে৷ সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে