বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ১১:৫৬:৪৩

৭০ বছরে যা হয়নি ৭০ দিনে তা করেছি : নরেন্দ্র মোদি

৭০ বছরে যা হয়নি ৭০ দিনে তা করেছি : নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমার সরকার সিদ্ধান্ত নিতে দেরি করে না। আমরা সমস্যা ফেলে রাখি না। স্বল্প সময়ে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছি। সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন বুঝতে পেরে সংবিধানের ৩৭০ ও ৩৫এ ধারা বিলোপ করেছি।

বৃহস্পতিবার লাল কেল্লায় ভারতের ৭৩ তম স্বাধীনতা দিবসের ভাষণে এ কথা বলেন তিনি। মোদি আরও বলেন, এই সরকার ১০ সপ্তাহও পার হয়নি। তারই মধ্যে উন্নয়ন প্রকল্পে গতি এসেছে। আমাদের কাজ শুরু করার জন্য আমরা একদিনও অপেক্ষা করি না।

তার দাবি, গত ৭০ বছর ধরে যে কাজ বকেয়া পড়ে রয়েছে, তা সরকারের ৭০ দিনের মধ্যে করা হয়েছে। আগের সরকারেরা কাশ্মীর সমস্যার সমাধানে পদক্ষেপ করেছে. কিন্তু তা ফলপ্রসূ হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে