বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০১৯, ০৬:৩২:১৯

ইঞ্জিনে পাখির আঘাত লাগায় ২৩৩ যাত্রীসহ প্লেন ভূট্টাক্ষেতে!

ইঞ্জিনে পাখির আঘাত লাগায় ২৩৩ যাত্রীসহ প্লেন ভূট্টাক্ষেতে!

আন্তর্জাতিক ডেস্ক : ইঞ্জিনে পাখির আঘাত লাগায় রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিস্ময়করভাবে অক্ষত অবস্থা ভুট্টাক্ষেতে অবতরণ করেছে। বিমানে থাকা ২৩৩ যাত্রী ও সাত ক্রুর মধ্যে মোট ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে বলে রুশ গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাশিয়ার উরাল এয়ারলাইন্সের এয়ারবাস এ-৩২১ বিমানটি জুকোভস্কি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি এসে হঠাৎ করে ভুট্টাক্ষেতে অবতরণ করতে বাধ্য হয়।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, মস্কোর কাছাকাছি বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়নের পরপরই এক দল পাখি উড়োজাহাজটির ইঞ্জিনে আঘাত করে। কয়েকটি পাখি ইঞ্জিনের মধ্যে ঢুকে পড়ে।

রাশিয়ার সরকারি গণমাধ্যম তাশ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দুর্ঘটনার বিষয়ে উড়োজাহাজ সংস্থার মহাপরিচালক সের্গেই কুরাতভ জানিয়েছেন, এ ঘটনায় ২৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে