শুক্রবার, ১৬ আগস্ট, ২০১৯, ১১:৩৫:৫৯

ভারতীয় সেনাদের গু'লিতে ৩ পাকিস্তানি সেনা নিহ'ত

ভারতীয় সেনাদের গু'লিতে ৩ পাকিস্তানি সেনা নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-পাকিস্তান সীমান্তের লাইন অব কন্ট্রোল (এলওসি) ব্যাপক গো'লাগু'লির ঘটনা ঘটেছে। এতে ভারতের পাঁচ ও পাকিস্তানের তিন সেনা নিহ'ত হয়েছেন বলে দাবি করে পাক সেনা। 

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্সের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুরের বরাতে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) ভারতজুড়ে উদযাপিত হচ্ছে ৭৩তম স্বাধীনতা দিবস। এরই মধ্যে এই খবর এলো। তবে এই বিষয়ে ভারতীয় সেনার পক্ষ থেকে কোন বিবৃতি বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এক টুইটবার্তায় আসিফ গাফুর লিখেছেন, ‘জম্মু-কাশ্মীর ইস্যু আড়াল করতে ভারতীয় বাহিনী উসকানিমূলকভাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে লক্ষ্য করে হাম'লা চালায়। এতে আমাদের তিন সেনা নিহ'ত হয়েছেন। এ ঘটনার পাল্টা জবাব দিয়েছে পাকিস্তান। এতে ভারতের পাঁচ সেনা সদস্য নিহ'ত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক। এ ছাড়া একাধিক বাঙ্কার ধ্বংস হয়েছে।’ 

এ ঘটনার পর থেকে সীমান্তে থেমে থেমে গো'লাগু'লি চলছে বলে জানিয়েছে পাক সেনা। পাকিস্তানের নিহ'ত তিন সেনা সদস্যের পরিচয় প্রকাশ করেছে ডন। তারা হলেন নায়েক তানভির, ল্যান্স নায়েক তৈমুর ও সিপাহি রমজান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে