আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের কলকাতায় বিজেপি দলীয় সংসদ সদস্য অভিনেত্রী রুপা গাঙ্গুলির ছেলে ম'দ্যপ অবস্থায় গাড়ি দু'র্ঘটনা ঘটিয়েছে।
মা'তাল অবস্থায় তিনি দক্ষিণ কলকাতায় একটি দেয়ালে আ'ঘাত করেন। এতে কোনো হ'তাহ'তের ঘটনা না ঘটলেও পুলিশ জানিয়েছে রাস্তায় থাকা অনেকেই অল্পের জন্য গাড়ির নিচে চাপা পড়েনি। ২০ বছর বয়সী আকাশ মুখোপাধ্যায় গল্ফ গার্ডেন এলাকার একটি ক্লাবের দেয়ালে ধা'ক্কা দিলে একাংশ ভে'ঙে যায়, তবে তিনি অ'ক্ষত আছেন।
পরে যাদবপুর পুলিশ স্টেশনে তাকে নেয়া হয় জি'জ্ঞাসাবাদের জন্য। এক টুইট বার্তায় রুপা গাঙ্গুলি বলেছেন, আইন তার নিজস্ব প্রক্রিয়ায় যা ব্যবস্থা নেয়ার নেবে।