শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ১২:৩০:১৯

মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা জারি

মালয়েশিয়ায় জাকির নায়েকের বক্তৃতার ওপর নিষেধাজ্ঞা জারি

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার একটি ইসলামি অনুষ্ঠানে আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব ডা. জাকির নায়েকের বক্তৃতায় নি'ষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারতীয় হিন্দু ও চীনা নাগরিকদের নিয়ে বি'তর্কিত মন্তব্যের জেরে তার ওপর নি'ষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ।

মালয়েশিয়ার এক শীর্ষ পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে আল জাজিরার খবরে বলা হয়, শুক্রবার থেকে শুরু হওয়া মুসলিম ধর্মাবলম্বীদের তিন দিনব্যাপী একটি সম্মেলনে জাকির নায়েককে কথা না বলার জন্য পুলিশ স'তর্ক করেছে।

পার্লিসে ১৬-১৮ আগস্ট মালয়েশিয়া রিভার্টস ক্যাম্প নামে নওমুসলিমদের এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি মালয়েশিয়ায় ধর্মা'ন্তরিত মুসলিমদের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে পরিচিত। এতে জাকির নায়েক ও তার ছেলে ফারিক ভাষণ দেয়ার কথা ছিল।

পার্লিসের পুলিশ প্রধান নুর মুশার এক সংবাদ সম্মেলনে জানান, জাকির নায়েকের বিরুদ্ধে পুলিশের কাছে ১৫০টি অ'ভিযোগ রয়েছে। তিনি পার্লিস আসতে পারবেন কিন্তু বক্তৃতা দিতে পারবেন না। যদি তিনি বক্তৃতা করেন তাহলে তার বিরুদ্ধে ক'ঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করা এবং স্থায়ীভাবে তাকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ তিন মন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তারা এ দাবি জানান। 

তারা মনে করছেন, নায়েকের বক্তৃতা ঘৃ'ণা উ'সকে দিতে পারে যা দেশটির নিরাপত্তার জন্য হু'মকি হয়ে উঠতে পারে। সম্প্রতি মালয়েশিয়ার হিন্দু সম্প্রদায় নিয়ে এক মন্তব্য নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্র'বল সমা'লোচনার মুখে পড়েন জাকির নায়েক। 

জাকির নায়েকের মন্তব্যটি ছিল-‘ভারতের সং'খ্যালঘু মুসলিমদের চেয়ে মালয়েশিয়ার সং'খ্যালঘু হিন্দুরা ১০০ গুণ বেশি অধিকার ভোগ করে। মালেয়শিয়ার হিন্দুরা ড.মাহাতি মোহাম্মদের চেয়ে নরেন্দ্র মোদির প্রতি বেশি আনুগত্য রাখে।’

মালয়েশিয়ার ওই মন্ত্রীরা জাকির নায়েকের বিরুদ্ধে অ'ভিযোগ তুলে বলেছেন, মালয়েশিয়ার মুসলিমদের সঙ্গে অমুসলিমদের দূরত্ব তৈরি করার উদ্দেশে এ মন্তব্য করেছেন নায়েক। তবে জাকির নায়েক তার বিরুদ্ধে ওঠা এই অ'ভিযোগ অস্বীকার করেছেন।

বুধবার সাংবাদিকদের জাকির নায়েক বলেন, হিন্দু সংখ্যা'লঘুদের ওপর মালয়েশিয়া সরকারের ন্যায্য ও ইসলামিক আচরণ নিয়ে আমার মন্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। রাজনৈতিক সুবিধা ও সা'ম্প্রদায়িক বি'ভাজন ঘটাতেই এমনটি করা হয়েছে বলে তিনি অ'ভিযোগ করেন।

জাকির নায়েক ভারতীয় নাগরিক। তার বিরুদ্ধে অ'ভিযোগ, তিনি অর্থ পা'চারের সঙ্গে জড়িত এবং বক্তব্যের মধ্য দিয়ে জা'তিগত বি'দ্বেষ ছড়িয়েছেন। তিনি কয়েক বছর ধরে নির্বা'সিত জীবন কাটাচ্ছেন। মালয়েশিয়ায় তিন বছর ধরে থাকছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে