শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ০৫:৩৬:২৩

ছন্দে ফিরছে কাশ্মীর, চালু ইন্টারনেট-টেলিফোন পরিষেবা

ছন্দে ফিরছে কাশ্মীর, চালু ইন্টারনেট-টেলিফোন পরিষেবা

আন্তর্জাতিক ডেস্ক : ধীরে ধীরে ছন্দে ফিরছে জম্মু-কাশ্মীর। কার্ফু উঠে গিয়ে স্কুল-কলেজ খোলার পর এ বার মোবাইলে ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে। মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে। চালু হয়েছে প্রায় ৫০ হাজার ল্যান্ডলাইন। 

শ্রীনগরের কিছু কিছু এলাকাতেও চালু হয়েছে টেলিফোনের ল্যান্ডলাইন পরিষেবা। দুই সপ্তাহ আগে ৩৭০ ধারা রদের প্রাক-মুহূর্তে নিরাপত্তার কারণে গোটা জম্মু-কাশ্মীরে টেলিফোন ও সব রকমের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

বাদগাম, সোনমার্গ ও মধ্য কাশ্মীরের মনিগাম ও উত্তর কাশ্মীরের গুরেজ, তাঙ্গমার্গ, উরি কেরন কারনা, তাঙ্গধারে আজ থেকে ল্যান্ডলাইন পরিষেবা চালু হয়েছে। আর শ্রীনগরে ওই পরিষেবা চালু হয়েছে বিমানবন্দর লাগোয়া এলাকা, সিভিল লাইন্স ও ক্যান্টনমেন্ট এলাকায়।

আর মোবাইলে ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে জম্মুর পাঁচটি জেলায়। তাদের মধ্যে রয়েছে, জম্মু, রিয়াসি, সাম্বা, কাঠুয়া ও উধমপুর। শুক্রবার সরকারের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয়, জম্মু-কাশ্মীরকে দ্রুত স্বাভাবিক করে তোলার জোর চেষ্টা চলছে। প্রতিদিন খতিয়ে দেখা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে