শনিবার, ১৭ আগস্ট, ২০১৯, ০৯:৫০:০৩

হাসপাতালে ভয়াবহ আগুন, ভেতরে লাইফ সাপোর্টে অরুণ জেটলি

হাসপাতালে ভয়াবহ আগুন, ভেতরে লাইফ সাপোর্টে অরুণ জেটলি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লির বিখ্যাত এআইআইএমএস হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার বিকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতের প্রথম সারির এই হাসপাতালটিতে লাইফ সাপোর্টে রয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালের ইমারজেন্সি ওয়ার্ডের দোতলা ও তিন তলায় আগুন লাগে। পরে ওই আগুন পাঁচতলা পর্যন্ত পৌঁছে যায়। আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের বিভিন্ন অংশে ধোঁয়া ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডের সূত্রপাতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশের প্রাথমিক ধারনা শর্ট সার্কিটের মাধ্যমেই আগুন লেগেছে৷ দিল্লি পুলিশ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৫টি ফায়ার ইঞ্জিন কাজ করছে। অগ্নিনির্বাপন কর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার পর হাসপাতালে ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। লিফট বন্ধ থাকায় সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে রোগীদের৷ কালো ধোঁয়ায় ঢাকা এআইআইএমএস ভবন দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যেও৷

গত ৯ আগস্ট থেকে এখানেই ভর্তি রয়েছেন ভারতের সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পাওয়ামাত্রই উদ্বিগ্ন হয়ে ওঠে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ জেটলি কেমন আছেন, তার খোঁজখবর নিতে শুরু করেন নেতারা৷ 

এই পরিস্থিতিতে অরুণ জেটলির মতো হাইপ্রোফাইল রোগীর ঝুঁকি নিতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষও৷ তাই তাকে সুরক্ষিত রাখার সমস্ত ব্যবস্থা করা হয় তড়িঘড়ি৷ তবে জেটলি অন্য বিভাগে রয়েছেন বলে এইমস সূত্রে খবর৷

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে