রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১২:১৫:২৬

দুইটি ইঞ্জিন আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরেও পাইলট যেভাবে প্লেনটিকে ভুট্টা ক্ষেতে নামালেন!

দুইটি ইঞ্জিন আকস্মিকভাবে বন্ধ হয়ে যাওয়ার পরেও পাইলট যেভাবে প্লেনটিকে ভুট্টা ক্ষেতে নামালেন!

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার যে পাইলট কয়েকদিন আগে একটি উড়োজাহাজ শস্যক্ষেতে জরুরি অবতর করিয়েছেন, তিনি এখন অনেকের কাছেই নায়ক হিসেবে প্রশংসিত হচ্ছেন।বিমানটি জরুরী অবরতণ করানোর সময় সেটিতে জ্বালানীনিতে পরিপূর্ণ অবস্থায় ছিল। কিন্তু তারপরেও ২৩৩ জন যাত্রীর বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। বিবিসি বাংলা

রাশিয়ার মানুষ এ ঘটনাটিকে ২০০৯ সালে নিউ ইয়র্কের হাডসন নদীতে একটি প্লেন জরুরী অবতরণের সঙ্ঘে তুলনা করছেন।
নিউ ইয়র্কের সে ঘটনায়প্লেনটি উড্ডয়নের সময় ইঞ্জিনে পাখির আঘাত লাগে। এরপর পাইলট হাডসন নদীতে বিমানটিকে জরুরী অবতর করিয়েছেন।

গত বৃহস্পতিবার ইউরাল এয়ারলাইন্সের ৩২১ এয়ারবাসটি রাশিয়ার ক্রাইমিয়ার সিমফেরোপলে যাচ্ছিল।

প্লেনটির ওড়ার অল্পক্ষণের মধ্যেই এক ঝাঁক চিলের সাথে ধাক্কা খেলে ইঞ্জিন বিকল হয়ে যায়। সেটির ওজন ছিল ৭৭ টনের মতো।পাইলট দামির ইউসুপভ সাংবাদিকদের বলেন, বিমানের যাত্রী এবং ক্ররা কিভাবে অল্পের জন্য বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে।যখন দ্রুতগতিতে আকাশে উঠছিল, তখন প্রথম একটি ইঞ্জিন বন্ধ হয়। এরপর দ্বিতীয় ইঞ্জিনটিও আকস্মিকভাবে বন্ধ হয়ে যায়।

পাইলট ইউসুপভ বলেন, যখন একটি ইঞ্জিন বন্ধ হয়ে যায় তখন তিনি ভাবছিলেন যে উড়োজাহাজ হয়তো বিমানবন্দরে ফিরিয়ে নিতে পারবেন।
“যখন আমি দেখলাম, দ্বিতীয় ইঞ্জিনটিও বন্ধ হয়ে যাচ্ছে, তখন প্লেনটি মাটিতে পড়ে যাচ্ছিল।

আমি কয়েকবার আমার মত পরিবর্তন করেছি। কারণ, আমি বিমানটিকে উপরে তোলার চেষ্টা করছিলাম।কিন্তু ফ্লাইট রাডারে দেখা যাচ্ছিল যে বিমানটি মাত্র ৭৯৭ ফুট উপরে আছে।

আমি প্লেনটি নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাবার পরিকল্পনা করলাম। ততক্ষণ বিমানটিকে সে উচ্চতায় ধরে রাখতে চেষ্টা করছিলাম। তখন ইঞ্জিন বিকল হয়ে যাবার বিষয়টি দেখলাম। চেষ্টা করছিলাম একটি সঠিক সিদ্ধান্ত নিতে। কিন্তু হাতে একেবারেই সময় ছিল না।

তখন বিমানের পাইলট এবং কো-পাইলট ইঞ্জিনে তেলের সরবরাহ বন্ধ করতে সক্ষম হন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে