রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১২:৪০:১৭

দুই বাংলাদেশিকে গাড়িচাপায় কলকাতার নামি রেস্তোরাঁ মালিকের ছেলে গ্রেপ্তার

দুই বাংলাদেশিকে গাড়িচাপায় কলকাতার নামি রেস্তোরাঁ মালিকের ছেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় গাড়িচাপায় দুই বাংলাদেশির মৃত্যুর ঘটনায় ওই গাড়ির চালক জনপ্রিয় একটি রেস্তোরাঁর মালিকের ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার পারভেজ আরসালান কলকাতার নামি রেস্তোরাঁ আরসালান-এর মালিকের ছেলে। দুর্ঘটনার সময় তিনিই চালকের আসনে ছিলেন বলে তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
শুক্রবার মধ্যরাতের পর লাউডন স্ট্রিটের কাছে ওই দুর্ঘটনায় নি'হত দুই বাংলাদেশি হলেন কাজী মুহাম্মদ মঈনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম তানিয়া (২৮)।

মঈনুল গ্রামীণফোনের রিটেইল সাপোর্ট ম্যানেজার পদে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহে। আর তানিয়া সিটি ব্যাংকের সিনিয়র অফিসার, ব্যাংকটির ধানমণ্ডি শাখায় কর্মরত ছিলেন। তিনি থাকতেন ঢাকার মোহাম্মদপুরে।

এ ঘটনায় কাজী মো. শফী রহমত উল্লাহ নামে মঈনুলের এক চাচাত ভাই আ'হত হয়েছেন। তার আ'ঘাত ততো গু'রুতর নয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

কালো রঙের এই গাড়িটিই বেপরোয়া গতিতে অপর একটি গাড়িতে ধা'ক্কা মেরে উঠে যায় ট্রাফিক পুলিশের বক্সে

দু'র্ঘটনার বিষয়ে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবারা রাত ২টার দিকে একটি জাগুয়ার তী'ব্র গতিতে শেক্সপিয়র সরণি ধরে বিড়লা প্ল্যানেটোরিয়ামের দিক থেকে কলামন্দিরের দিকে যাচ্ছিল। লাউডন স্ট্রিটের কাছে সেটি একটি মার্সিডিজকে সজোরে ধাক্কা মেরে রাস্তার পাশে ট্রাফিক পুলিশের একটি পোস্টে ঢুকে পড়ে।

তুমুল বৃষ্টির মধ্যে মঈনুল, তানিয়া ও শফী ওই পুলিশ পোস্টে আশ্রয় নিয়েছিলেন। গাড়িটি মঈনুল ও তানিয়াকে চা'পা দেয়। শফীও আ'ঘাত পান।

পারভেজ আরসালানের গাড়ির ধা'ক্কায় উড়ে যায় ট্রাফিক পুলিশের পোস্ট

র'ক্তাক্ত অবস্থায় তাদের কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মঈনুল ও তানিয়াকে মৃ'ত ঘোষণা করেন।কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ম্ঈনুল আলম চোখের চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছিলেন।

তাদের প্রতিবেদনে বলা হয়, দু'র্ঘটনার সময় পারভেজ আরসালানের জাগুয়ারটি ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলছিল।পারভেজের গাড়ির ধা'ক্কায় দু'মড়ে-মু'চড়ে যাওয়া এই গাড়ির আরোহীরাও আ'হত হয়েছেন বলে কলকাতা পুলিশ জানিয়েছে

এডিনবরা বিশ্ববিদ্যালয়ে বিজনেস ম্যানেজমেন্ট পড়ে আসা পারভেজ কলকাতার কেন্দ্রস্থলের পার্ক সার্কাস মোড়ের রেস্তোরাঁ ‘আরসালান’র মালিকানা পেয়েছেন পৈত্রিক সূত্রে। তাকে জামিন অ'যোগ্য ধারায় গ্রেপ্তার করা হয়েছে বলে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে।হিন্দুস্তান টাইমস বলছে, রাতে কলকাতায় বে'পরোয়া গাড়ি চালানো নগর কর্তৃপক্ষের মাথাব্য'থার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ১৫ অগাস্ট রাতে বে'পরোয়া গাড়ি নিয়ে দক্ষিণ কলকাতার গলফ গার্ডেনের দেওয়ালে ধা'ক্কা মা'রার পর বিজেপি এমপি রুপা গাঙ্গুলির ছেলে আকাশকে গ্রে'প্তার করে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে