রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৩:৫৯:৫২

টয়লেটে বোমাতঙ্কে জরুরি বিমান অবতরণ

টয়লেটে বোমাতঙ্কে জরুরি বিমান অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক : টয়লেটে বোমা থাকার আতঙ্কে এয়ার ফ্রান্সের একটি যাত্রীবাহী বিমান কেনিয়ার উপকূলীয় শহর মমবাসায় জরুরি অবতরণ করা হয়েছে। বোয়িং ৭৭৭ ফ্লাইট ৪৬৩ বিমানটি মৌরিশাস থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসের শার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল। বিমানটিতে ৪৫৯ জন যাত্রী ও ১৪ জন ক্রু ছিল। তাদের সবাইকে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। বোমাসদৃশ বস্তুটির পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কেনিয়ার এক পুলিশ কর্মকর্তা আজ রোববার এসব কথা জানিয়েছেন। এপির এক খবরে এ কথা জানানো হয়েছে। চার্লস ওয়িনো নামে কেনিয়া পুলিশের ওই মুখপাত্র জানান, এয়ার ফ্রান্সের বিমানটি মৌরিশাস থেকে স্থানীয় সময় গতরাত ৯টার দিকে উড্ডয়ন করে। বিমানটির ভেতরে সন্দেহভাজন বোমাসদৃশ একটি বস্তু পাওয়ার পর পাইলটরা কেনিয়ার ওই বিমানবন্দনে বিমানটিকে জরুরি অবতরণ করানোর অনুরোধ জানান। কর্তৃপক্ষের সম্মতির প্রেক্ষিতে বিমানটি আজ বেলা ১২টা ৩৭ মিনিটে জরুরি অবতরণ করে। তিনি জানান, বিমানটির সব আরোহীকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। বোমাসদৃশ বস্তুটিকে বের করে এনে বোমা বিশেষজ্ঞরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন। ২০ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে