রবিবার, ১৮ আগস্ট, ২০১৯, ১১:৫৪:৪৭

ভারতের পারমাণবিক অ'স্ত্র সম্পর্কে সমগ্র বিশ্বের সত'র্ক হওয়া উচিৎ : ইমরান খান

ভারতের পারমাণবিক অ'স্ত্র সম্পর্কে সমগ্র বিশ্বের সত'র্ক হওয়া উচিৎ : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে হস্তক্ষেপ করতে নারাজ জাতিসংঘ। এটি অভ্যন্তরীণ বিষয় বলে দাবি এড়িয়েছে নিরাপত্তা পরিষদের। তবে এতেই থেমে থাকছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 

একাধিক ট্যুইটে তিনি ভারতের পারমাণবিক শক্তি সম্পর্কে দুনিয়াকে সত'র্ক করার দায়ভার কার্যত নিয়েছেন ইমরান। তিনি জানিয়েছেন ভারতের পারমাণবিক অ'স্ত্রাগার সম্পর্কে গোটা বিশ্বের সত'র্ক হওয়া দরকার ও এটি কোনওভাবে আঞ্চলিক নয়, বরং সার্বিক একটি সমস্যা।

গতকালই পাকিস্তান সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছিল কাশ্মীর নিয়ে ভারতের থেকে কোনওরকম আঘা'তের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান। একটি ট্যুইটে ভারতকে নাৎজি শাসিত জার্মানির সঙ্গে তুলনা করেছেন ইমরান। 

নাৎজি মতাদর্শ ও ভারতীয় শাসক দলের মতাদর্শের মধ্যে মিলও প্রচুর-এই মর্মেও ট্যুইট করেছেন পাক প্রধানমন্ত্রী। পাশাপাশি তিনি জানিয়েছেন ভারতে প্রায় ৪ মিলিয়ন ইসলাম ধর্মামলম্বী মানুষ হয় নাগরিকত্ব হারানোর ভয়ে রয়েছেন আর নয়তো শরনার্থী শিবিরই তাদের আশ্রয় হয়ে উঠেছে। 

এরপরই ইমরান জানিয়েছেন ভারতের শাসকদল ও একইসঙ্গে তাদের পারমাণবিক শক্তিভাণ্ডার শুধুমাত্র মহাদেশীয় বা আঞ্চলিক চিন্তার কারণ নয়, এটি সমগ্র বিশ্বের জন্যই উদ্বে'গজনক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে