সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ১২:০৪:৫৪

বিয়ে বাড়িতে ভয়'ঙ্কর বোমা হাম'লা, নিহ'ত ৪০

বিয়ে বাড়িতে ভয়'ঙ্কর বোমা হাম'লা, নিহ'ত ৪০

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের অনুষ্ঠান পরিণত হল মর্মা'ন্তিক পরিবেশে৷ বিয়েবাড়ি জুড়ে নেমে এলো শো'কের ছায়া৷ জোড়ালো বো'মা বিস্ফো'রণে শেষ হয়ে গেল বিয়ের অনুষ্ঠান৷ কমপক্ষে ৪০ জনের মৃ'ত্যু হয়েছে, আহ'ত হয়েছে ১০০ জন৷ 

ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের কাবুলের৷ শনিবার রাতে কাবুলের এক বিয়েবাড়িতে তখন তোড়জোড় মধ্যগগনে৷ অতিথিদের সমাগম বাড়ছে৷ প্রায় ১২০০ জন আমন্ত্রিত অতিথি৷ এক এক করে আসছেন৷ তার মধ্যেই এই বীভ'ৎস দুর্ঘ'টনা৷ 

বিকট আওয়াজের সঙ্গে দম বন্ধ করা পরিস্থিতি তৈরি হল বিয়েবাড়িতে৷ চারিদিক একেবারে ধোঁয়ায় ভরে গেল৷ ধোঁয়ার প্রকোপ কিছুটা কমতে দেখা গেল ভয়'ঙ্কর ছবি৷ খাওয়ার জন্য যে জায়গায় তৈরি হয়েছিল, সেখানেই পড়ে নিথর দেহ৷ 

প্রায় ৪০ জনের মৃ্'ত্যু হয়েছে বলে আশঙ্কা৷ ১০০ জনেরও বেশি আহ'ত হয়েছে বলে জানা গিয়েছে৷ মর্মা'ন্তিক এই ঘটনায় কোনও জ'ঙ্গিগোষ্ঠী দায় স্বীকার করেনি৷

এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী, মানববো'মা বিস্ফো'রণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে৷ তিনি আরও জানিয়েছেন যে প্রায় ২০ মিনিট বাড়িটি পুরো অন্ধকার হয়েছিল৷ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে