সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ০৭:৩৬:৪০

প্রবল নদীর স্রোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অপারেশন

প্রবল নদীর স্রোতে আটকে পড়া মানুষদের উদ্ধারে সেনাবাহিনীর রুদ্ধশ্বাস অপারেশন

আন্তর্জাতিক ডেস্ক : বৈরি আবহাওয়ার মধ্যে জম্মু-কাশ্মীরের তাবি নদীর নির্মাণাধীন একটি সেতুর নিচে বানের পানিতে আটকা পড়েন দুই ব্যক্তি। তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছে ভারতের বিমানবাহিনী। দুই ব্যক্তিকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে উদ্ধারের দৃশ্য টেলিভিশনে সরাসরি দেখানো হয়।

সোমবারের ওই ঘটনা টেলিভিশনে সম্প্রচারিত দৃশ্যে দেখা যায়, দুই ব্যক্তি নির্মাণাধীন সেতুর নিচের একটি অংশে বসে আছেন। আর তাদের পাশেই দ্রুত বেগে বানের পানি বয়ে চলেছে। সেখানে পড়ে গেলে মুহূর্তেই তারা ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ওই সময় সেখানে হেলিকপ্টার নিয়ে হাজির হয় ভারতের সেনাবাহিনী। এরপর দড়ি বেয়ে ওই দুই ব্যক্তির কাছে নেমে যান এক সেনা। তিনি ওই দুই ব্যক্তির শরীরে বেল্ট বেঁধে দেন। তারপর হেলিকপ্টার থেকে ফেলা রশিতে করে তাদের নিরাপদ স্থানে যাওয়ার জন্য প্রস্তুত করে দেন।

ওই দুই ব্যক্তিকে নিরাপদ স্থানে রেখে আসার পর সেনাবাহিনীর ওই সেনাকে নিয়ে যায় হেলিকপ্টারটি। ভিডিওতে লঙ শটে দেখা যায়, সেখান থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করা ওই সেনা সদস্যের ফিরে যাওয়াটা ব্যাপক ঝুঁকিপূর্ণ ছিল। 

ভিডিওতে দুই জনকে উদ্ধার করতে দেখা গেলেও উদ্ধারকার্যে নিয়োজিত সেনাবাহিনীর একজন কর্মকর্তা জানিয়েছেন, আজ সোমবার মোট চারজনকে উদ্ধার করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে