সোমবার, ১৯ আগস্ট, ২০১৯, ০৯:২১:৪২

৯৪ বছর বয়সে এসে ১১ কি. মি. সাইকেল চালালেন মাহাথির মোহাম্মদ!

৯৪ বছর বয়সে এসে ১১ কি. মি. সাইকেল চালালেন মাহাথির মোহাম্মদ!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ৯৪ বছর বয়সে ১১ কিলো মিটার সাইকেল চালিয়েছেন। এই সাইকেল চালানোর ২৩ সেকেন্ডে একটি ভিডিও তিনি তার টুইটারে শেয়ার করেন। এরপর ভিডিওটি সামাজিক যোগযোগ মাধ্যেমে ভাইরাল হয়ে পড়ে। গত শনিবার তিনি এই সাইকেল চালান।

ভিডিওটি পোস্ট করে মাহাথির লিখেন, এই সকালে ১১ কিলোমিটার সাইকেল চালিয়েছি, আল্লাহকে ধন্যবাদ, সতেজ ও প্রাণবন্ত অনুভব করছি। ভিডিওতে মাহাথিরকে প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার একটি পার্কে লাল সাইকেল চালাতে দেখা যায়।

বিশ্বের সবচেয়ে প্রবীণ এই রাষ্ট্রপ্রধানের এই রকম সাইকেল চালানোর সময় স্থানীয় জনগণ উৎসুক চোখে তাকিয়ে থাকে। এই বয়সে সবাই গাড়িতে চড়তেই পছন্দ করে সেখানে নিজেই সাইকেল চালাচ্ছেন। এটা নেটিজেনদের অবাক করেছে।

ফেসবুক ও টুইটারে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করেন। বেশিরভাগ মন্তব্যকারী মাহাথিরের প্রশংসা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে