রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫, ০৪:২৭:৪৩

আবারো ঝরে গেল শতাধিক প্রাণ

আবারো ঝরে গেল শতাধিক প্রাণ

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুলায়েসিতে শনিবার সমুদ্রে শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। নৌকা থেকে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করা গেছে। নৌকাটির ১১৮জন যাত্রীর মধ্যে এখন পর্যন্ত মাত্র চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রযেছে বহু যাত্রী। ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছে। খবর এএফপি। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র জে. এ বারাতার বরাত দিয়ে ওই খবরে বলা হয়, নৌকাটিতে অন্তত ১১৮ জন মানুষ ছিল, যার মধ্যে ১৯ জন শিশু ও দশজন ক্রু ছিল। নৌকাটি ভারতের কলকাতা থেকে ছেড়ে আসছিল। শনিবার বিকেলের দিকে এই নৌকা থেকে বিপদসংকেত পাঠানো হয়েছিল। রেডিও বার্তায় বলা হয়েছিল, সমুদ্রে চার-পাঁচ মিটার উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি দুর্ঘটনার শিকার হয়েছে। ইন্দোনেশিয়ার সরকারি বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করছে। ১৭ হাজার দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ার পরিবহন ব্যবস্থা ফেরি নৌকা নির্ভর। তবে প্রায়ই এই ধরণের নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। ২০ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪ডটকম/জুবায়ের রাসেল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে