আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর এই প্রথমবার কথা বললেন ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে সোমবার ফোন করে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
তখন ফোনে ট্রাম্পকে মোদি বলেন, ‘কিছু নেতা ভারত বিরোধী হিংসায় মদত দিচ্ছেন।’ মোদির এই বার্তা পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের দিকে ইঙ্গিত করে বলেই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ।
মোদির সঙ্গে ট্রাম্পের ফোনে কথোপকথনের পর হোয়াইট হাউসের তরফে এক বিবৃতিতে জানানো হয়, দুই দেশের পার্টনারশিপ নিয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, শান্তির লক্ষ্যে ভারত-পাকিস্তান পরিস্থিতি থিতু হওয়ার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
জানা গিয়েছে, ইমরান খান ট্রাম্পকে ফোন করে কাশ্মির ইস্যুতে কথা বলার পর নিজে উদ্যোগ নিয়েই সোমবার মোদিকে ফোন করেছিলেন ট্রাম্প। প্রায় ৩০ মিনিট কথা হয় দুই রাষ্ট্রপ্রধানের।
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর টুইট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ‘দুই ভাল বন্ধুর সঙ্গে কথা বললাম। কাশ্মীর পরিস্থিতি শান্ত করার বিষয়েও আলোচনা হয়েছে। কঠিন পরিস্থিতি, তবে ভাল কথা হয়েছে।’
ট্রাম্পের সঙ্গে মোদির কথার পর ভারতের প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়, ট্রাম্পকে মোদি জানিয়েছেন, কয়েকজন নেতা ভারত বিরোধী হিংসায় মদত দিচ্ছেন। সন্ত্রাসমুক্ত পরিবেশ তৈরির গুরুত্বের কথা আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সীমান্তে সন্ত্রাস বন্ধে জোর দিয়েছেন।
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে বিরোধিতা জানিয়ে আসছে পাকিস্তান। ৩৭০ ধারা বাতিলের জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে।