বুধবার, ২১ আগস্ট, ২০১৯, ০৪:৫৯:২০

মৃত ব্যক্তির চোখ খুবলে খেলো ইঁদুর! হাসপাতাল চত্বরে বিক্ষোভ

মৃত ব্যক্তির চোখ খুবলে খেলো ইঁদুর! হাসপাতাল চত্বরে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক : ম'র্গে রাখা ছিল ম'রদহে। সেখান থেকে দেহ বের করতে গিয়েই দেখা গেল, মৃত ব্যক্তির দুই চোখ উধাও। কোথায় গেল চোখ? ম'র্গের কর্মীরাই আন্দাজ করলেন হয়তো ইঁদুরই খুবলে নিয়েছে চোখ। 

এমন অভিযোগ ঘিরেই কলকাতার আরজি কর হাসপাতালে বিক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিজনরা। গোটা ঘটনা খতিয়ে দেখতে কমিটি তৈরি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

৬৯ বছর বয়সী শম্ভু দাসের ময়'নাতদ'ন্তের জন্য তার দে'হ আরজি কর হাসপাতালে আনা হয়। সোমবার সন্ধ্যায় ময়নাতদন্তের পর ম'রদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্লাস্টিকে মোড়া ছিল মৃ'তদেহ। 

প্লাস্টিক খুলতেই পরিবারের সদস্যরা দেখেন, মৃ'তের দুচোখ নেই। এ প্রসঙ্গে মৃ'তের ছেলে সুশান্ত দাস বলেন, ‘প্লাস্টিক খুলতেই দেখি, চোখ নেই। কর্মীরা জানালেন, ইঁদুর খুবলে নিয়েছে।’

এরপরই দেহ নিতে অস্বীকার করেন পরিজনরা। হাসপাতাল চত্বরেই বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের আশ্বাসে চিড়ে ভেজে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃ'তের পরিবারের সদস্যরা।

এ প্রসঙ্গে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল শুদ্ধধন বটব্যাল বলেন, ‘আমরা গোটা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।’

হাসপাতালের এক কর্মী জানান, ‘মর্গের চারপাশে প্রচুর ইঁদুর রয়েছে। অনেক চেষ্টা করেও ইঁদুরের দৌরাত্ম্য বন্ধ করা যায়নি।’ তবে এই প্রথমবার নয়, এর আগে ২০১৮ সালে কলকাতার এনআরএস হাসপাতালে এক মৃ'ত ব্যক্তির দেহ ইঁদুর খুবলে খেয়েছিল বলে জানা গিয়েছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে